Welcome to Probashir Taxi

For Booking +880 1321-199022

প্রবাসীর ট্যাক্সি নিয়ে আরটিভি'র নিউজ


প্রবাসীর ট্যাক্সি নিয়ে আরটিভি'র নিউজ

প্রবাসীর ট্যাক্সির সাথে চুক্তি সাক্ষর করলো ‘আমি প্রবাসী’ 

প্রবাসীর ট্যাক্সির সাথে চুক্তি সাক্ষর করেছে ‘আমি প্রবাসী’। সম্প্রতি রাজধানীর আমি প্রবাসীর বনানী হেড অফিসে এই চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী এখন থেকে ২ মিলিয়নেরও বেশি প্রবাসী আমি প্রবাসী মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি প্রবাসীর ট্যাক্সি বুকিং করতে পারবেন। সেইসাথে শতভাগ নিরাপত্তার সাথে ঢাকা বিমানবন্দর থেকে তাদের নিজ গন্তব্যে যেতে পারবেন দেশের সর্বনিম্ন ভাড়ায়।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে আমি প্রবাসীর হেড অব প্রোডাক্ট রেদওয়ান উল হক এবং প্রবাসীর ট্যাক্সির চেয়ারম্যান আল আমিন নয়ন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসীর ট্যাক্সির ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল-হাসান, ও প্রতিষ্ঠানটির সিইও রায়হান কবিরসহ আমি প্রবাসী অ্যাপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য: আমি প্রবাসী হল একটি অ্যাপ যা বিদেশে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে একজন প্রবাসী তার ভিসা থেকে শুরু করে বিদেশগমনের সকল প্রয়োজনীয় তথ্য ও সেবা পাবেন। BMET রেজিস্ট্রেশন, প্রাসঙ্গিক চাকরির সন্ধান, সরকার-অনুমোদিত এজেন্টদের সাথে সংযোগ স্থাপন এবং বিমানবন্দরে সহায়তা, অনুমোদিত চিকিৎসা কেন্দ্র, কাছাকাছি পাসপোর্ট অফিস, বিদেশে কোনো সমস্যার সম্মুখীন হলেও এই অ্যাপের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা পাবেন। এক কথায় একজন প্রবাসীর যাবতীয় তথ্য ও সেবা এই একটি অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।

অপরদিকে প্রবাসীর ট্যাক্সি হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, যেখানে উদ্যোক্তা, চালক ও যাত্রী সকলেই প্রবাসী। এটি সম্পূর্ণ প্রবাসীদের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। যেটি আপাতত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের সকল স্থানের জন্য গাড়ি সেবা দিচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে একজন প্রবাসী নিশ্চিন্তে এয়ারপোর্ট থেকে তার নিজ গন্তব্যে যেতে পারবেন।

এক বিবৃতিতে আমি প্রবাসী-র হেড অফ প্রোডাক্টস রেদওয়ান উল হক বলেন, “এই সমঝোতা স্মারক সাক্ষরের মধ্য দিয়ে আমাদের অ্যাপে নতুন মাত্রা যোগ হবে। আমি প্রবাসী ব্যবহারকারীরা এখন অ্যাপটির মাধ্যমে প্রবাসীর ট্যাক্সি-র সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে প্রবাসীরা উপকৃত হবেন। সেই সাথে এখন থেকে এয়ারপোর্ট থেকে প্রবাসীরা তাদের নিজস্ব গাড়িতে করে নিজ গন্তব্যে যেতে পারবেন।

প্রবাসীর ট্যাক্সি-র চেয়ারম্যান আল আমিন নয়ন বলেন, “ট্যাক্সি বা গাড়ি ব্যবসায়ী সিন্ডিকেটের হয়রানি এবং অতিরিক্ত খরচের কারণে বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছাতে প্রবাসীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও, বেকারত্বে ভুগতে থাকা বিদেশ ফেরত অভিবাসীদের কর্মসংস্থানের আওতায় নিয়ে আসার বিভিন্ন উদ্যোগের মধ্যে ‘প্রবাসীর ট্যাক্সি’ অন্যতম। এই সমঝোতা সাক্ষরের ফলে অভিবাসীরা ঝামেলামুক্ত যাতায়াতের জন্য একটি প্ল্যাটফর্ম পাবেন।”

এ ছাড়াও অভিবাসী শ্রমিকদের জন্য কর্মসংস্থান, নিরাপদ অভিবাসন, ট্যাক্সি সার্ভিস, শাটল সার্ভিস, বিমানের টিকেট ইত্যাদি সেবা প্রদান করে থাকে প্রবাসীর ট্যাক্সি। তারা একটি অনলাইন সিস্টেম (www.probashirtaxi.com) এবং একটি হটলাইন (01321-199022) নম্বরের মাধ্যমে শুধু বিমানবন্দর থেকে সাশ্রয়ী মূল্যে যাত্রী পরিবহনে কাজ করছে। প্ল্যাটফর্মটির মাধ্যমে অভিবাসী শ্রমিকরা ন্যায্য ভাড়ায় বিমানবন্দর থেকে বাংলাদেশের যেকোনো জায়গায় ট্যাক্সি বুক করতে পারেন। এই ট্যাক্সি সার্ভিসে কাজ করা চালকরাও দক্ষ বিদেশ ফেরত অভিবাসী।

মূল লিংক: 

প্রবাসীর ট্যাক্সির সাথে চুক্তি সাক্ষর করলো ‘আমি প্রবাসী’ 



23-12-2021

Who we are

Byjed Al-Hassan

Managing Director

Al Amin Nayan

Chairman

M. Rayhan Kabir

CEO

About Probashir Taxi

কর্মসংস্থান নিশ্চিতকরণ: প্রথমত আমরা চিন্তা করি বিভিন্ন সেক্টরে দক্ষ প্রবাসফেরত মানুষদের কিভাবে পুনরায় কর্মসংস্থান ব্যবস্থার মাধ্যমে তাদের বেকারত্ব দূর করা যায় এবং দক্ষ শ্রমিক নিয়োগের মাধ্যমে দেশের বিভিন্ন সেক্টরে অবদান রাখা যায়, এমন একটা ডিজিটাল প্লাটফর্ম দাড় করানো যার মাধ্যমে বিভিন্ন সেক্টরের দক্ষ ওয়ার্কারদের তথ্য সংগ্রহ করে কর্মসংস্থানে প্রেরণের মাধ্যমে কর্মজীবী,ভোক্তা ও সরকার ৩ জনেরই ইন্টারেস্ট পয়েন্ট বজায় রাখা, এবং এর থেকে একটা অংশ প্রবাসীদের কল্যাণে ব্যয় করা এর দরুন প্রবাসীদের নিয়ে একটা শক্তিশালী ডিজিটাল প্লাটফর্ম দাড় করানো যার মাধ্যমে আমরা প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে বাণিজ্যিকভাবে সেবা প্রদান করতে পারবো।

প্রবাসীর ট্যাক্সি: প্রবাস ফেরত মানুষদের কর্মসংস্থান করার প্রাথমিক চিন্তায় আমরা প্রথমেই শুরু করি বিদেশফেরত দক্ষ ড্রাইভারদের নিয়ে, পরীক্ষামূলকভাবে আমরা আপাতত অনলাইন সিস্টেম এবং একটি হটলাইন নাম্বারের মাধ্যমে সেবা নিশ্চিত করতে শুধুমাত্র এ Readmore

News

27-10-2022

প্রবাসীর ট্যাক্সি বাংলা ট্রিবিউনের ন...

Read

23-12-2021

প্রবাসীর ট্যাক্সি নিয়ে আরটিভি'র নিউজ ...

Read

21-12-2021

বিদেশ ফেরতদের জন্য ‘প্রবাসীর ট্যাক্স...

Read

21-12-2021

বিদেশের দক্ষতায় দেশে কর্মসংস্থান দিচ...

Read

Videos

প্রবাসী ট্যাক্সি গঠন কেন ? কিভাবে নিয়...

এয়ারপোর্ট থেকে প্রবাসীদের সেবা দিচ্...

হয়রানি কমাতে চালু হয়েছে ...